একদিন বিরতির পর আজ (শুক্রবার) আবারো সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চাইতে মাঠে নামছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়িবহর নিয়ে বের হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, বিকেল ৫ টার দিকে গুলশানের বাসা থেকে খালেদা জিয়া বের হবেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দল সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় চালাবেন তিনি।
গত বুধবার রাজধানীর বাংলামটরে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের হামলায় তার ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেটি মেরামতের জন্য গতকাল বৃহস্পতিবার বের হতে পারেননি খালেদা জিয়া। তবে আজ তার গাড়ি মেরামত হয়েছে। তাই অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বাসা থেকে বের হবেন।