বেশ কয়েক মাস ধরে নানা কারণে আলোচনায় আছেন মডেল ও অভিনেত্রী হ্যাপি। তবে এর কোনোটাই অভিনয় সম্পর্কিত নয়। এবার সে খরা কাটল। প্রকাশ হল হ্যাপি অভিনীত একটি মিউজিক ভিডিও। কনা ও ফাহিমের গাওয়া ‘জানি তুমি আসবে’ শিরোনামের গানে মডেল হয়েছেন তিনি।
ভিডিওটি ফেসবুকে উন্মুক্ত করা হয়েছে বৃহস্পতিবার। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৭ হাজার বার। ভিডিওতে হ্যাপির বিপরীতে মডেলিং করেছেন গায়ক নিজেই। অন্যদিকে ফাহিমের সহশিল্পী কনার উপস্থিতি নেই ভিডিওতে।
গানের মডেল হওয়া প্রসঙ্গে হ্যাপি বলেন, ‘গানটি আমার ভাল লেগেছে। নতুন অভিজ্ঞতা হল। আশা করছি আমার ভক্তরা এটি পছন্দ করবেন।’
বাপ্পীর কথা ও সুরে ‘জানি তুমি আসবে’ গানটির সঙ্গীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। ডেডলাইন মিউজিক থেকে প্রকাশিত ফাহিমের একক এ্যালবাম ‘বলছি তোমায়’ এ গানটি স্থান পেয়েছে। নতুন এ ভিডিওটি পরিচালনা করেছেন রাশেদ মজুমদার।