টাইগারদের ধারাবাহিক সাফল্যে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওডিআই সিরিজে ‘বাংলাওয়াশ’ করার পর একমাত্র টি-টোয়েন্টিতেও পাকিস্তানকে পরাজয়ের তিক্ত স্বাদ দেওয়ায় টাইগার বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৪ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ যোগান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন বার্তায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিpm_Nazmul_6_690809477ক অভিনন্দন জানিয়েছেন।

ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী আশা করেন বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.