যুক্তরাষ্ট্র অফিস: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িতে হামলার প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার দুপুরে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। দুপুর তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলা এই প্রতিবাদ সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের বেশ কয়েকজন নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবুর সভাপতিত্বে এবং সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়ার পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা লিয়াতক আলী, মহিউদ্দিন আনোয়ার, কামাল হক, মাহবুবুল আলমগীর, হোসাইন মেম্বার, রাজু আহমেদ, হাবিব হাসান, নাজমুল হক কামাল, মোহাম্মদ হোসাইন, এম আওলাদ হোসাইন মামুন, মোহাম্মদ সালাউদ্দিন ভূইয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার দুঃশাসনের কবলে পড়েছে বাংলাদেশ। এ জন্য তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ওপর সরকারি দলের সন্ত্রাসীরা পিস্তল এবং লাঠি নিয়ে হামলা চালিয়েছে। তারা অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিলো। কিন্তু তার নিরাপত্তা কর্মীরা তাকে রক্ষা করেছেন। তারা আরো বলেন, আগামীতে যদি খালেদা জিয়ার উপর গুলি বা হামলা করা হয় তাহলে জিয়ার সৈনিকরা বসে থাকবে না। তারাও উপযুক্ত ব্যবস্থা নেবে।
সমাবেশে বক্তারা আরো বলেন, যারা খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা করেছিলো মিডিয়ার বদৌলতে বাংলাদেশের মানুষ তাদের চিনতে পেরেছে।
বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
আরও খবর