কাঠমাণ্ডুতে নিহত চার, এয়ারপোর্ট বন্ধ

nepal_bossঢাকা: একের পর এক ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। প্রাথমিকভাবে ৭.৯ মাত্রার ভূমিকম্পের আঘাতের পর ৫.১ ও ৬.৬ মাত্রাসহ আরো কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে।

এদিকে, ভূমিকম্পের আঘাতে দেশটিতে এখন পর্যন্ত চারজনের প্রাণহানির খবর জানা গেছে। ধসে পড়েছে বহু বাড়িঘর। বিমানবন্দরসহ বিভিন্ন রাস্তাঘাট বন্ধ রয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সকাল ৬টা ১১ মিনিটে ৭.৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমাণ্ডুর অদূরে পোখরার কাছে লামজুং। এর ২৬ মিনিট পর দ্বিতীয় এবং ৮ মিনিট পর তৃতীয় ভূমিকম্পটি আঘাত ‍হানে।এরপর আরো গোটা কয় পরাঘাত আঘাত হেনেছে দেশটিতে।

দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে হলেও তৃতীয়টির উৎপত্তিস্থল সেই লামজুং বলে জানিয়েছে ইউএসজিএস।

নেপালের পার্বত্য এলাকায় শনিবার দুপুরে এক শক্তিশালী  ভূমিকম্প আঘাত হেনেছে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৭.৯ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ইউএস জিওলজিক্যাল সার্ভে। ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানী কাঠমাণ্ডুর অদূরে পোখরার কাছে লামজুং। নেপালের মতো এই কম্পন বাংলাদেশের সর্বত্র ও  ভারতের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১২টা ১১ মিনিটে (বাংলাদেশ সময়) শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

রাজধানী কাঠমাণ্ডু থেকে ৮২ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ১০ কিলোমিটার।

ভূমিকম্পের পর সেখানে ভবন ধস ও আহতের খবর পাওয়া গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.