চুক্তি অনুযায়ী ভারতের শিল্প গোষ্ঠী জিনদাল গ্রুপের কাছে ১০টি জাহাজ রফতানি করবে দেশের নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
এ জাহাজ নির্মাণে ব্যয় হবে প্রায় ৪৮০ কোটি টাকা। যা টাকার হিসাবে ভারত ও বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ চুক্তি।
শনিবার রাজধানীর লেকসোর হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাখাওয়াত হোসেন।
গত ৫ মার্চে অনুষ্ঠিত চুক্তি অনুযায়ী ওয়েস্টার্ন মেরিন জিনদাল স্টীল ওয়ার্কর্সকে ১০টি ৮০০০ ডিডব্লিউটি মিনি বাল্ক কেরিয়ার সরবরাহ করবে। এক্ষেত্রে ওয়েস্টার্ন মেরিনে প্রথম ধাপে আগামী ১৮ মাসের মধ্যে ৬টি জাহাজ নির্মাণ করে হস্তান্তর করবে। প্রথম পর্বের শেষে দ্বিতীয় পর্বে বাকি ৪টি জাহাজ নির্মাণ ও হস্তান্তর করা হবে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘জিনদাল গ্রুপ ও ওয়েস্টার্ন মেরিনের মধ্যে সম্পাদিত চুক্তির ফলে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ হবে। ভারত সব সময় বাংলাদেশের সহযোগিতায় এগিয়ে এসেছে। দেশটি মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি আরও বলেন, ‘চুক্তির ফলে ভারী শিল্প রফতানির মাধ্যমে বাংলাদেশের সম্মান বর্হিবিশ্বে বাড়বে।’
ভারতীয় ডেপুটি হাইকমিশনার সনদীপ চক্রবর্তী জিনদাল গ্রুপ ও ওয়েস্টার্ন মেরিনের চুক্তি সম্পাদন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।এই চুক্তি বাংলাদেশ ও ভারত উভয়ের জন্য ভাল সংবাদ বলে জানান তিনি।
ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান সায়ফুল ইসলাম বলেন, ‘এটি বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পের জন্য গৌরবের। জিনদাল গ্রুপ ও ওয়েষ্টার্ন মেরিনের মধ্যে চুক্তির ফলে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। আর ভবিষ্যতে ভারত থেকে জাহাজ তৈরির জন্য আরও আদেশ পাওয়ার প্রত্যাশা করেন।’
ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাখাওয়াত হোসেন বলেন, ‘জাহাজ নির্মাণ শিল্প পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। ভারতের সাথে জাহাজ নির্মাণ চুক্তি তারই আভাস। জাহাজ নির্মাণে আগামী ২ বছরে ১২৫০ জনের কর্মসংস্থান হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান সায়ফুল ইসলাম, পরিচালনা পর্ষদের অন্যান্যরা।