ঢাকা: দেশজুড়ে হওয়া ভূমিকম্পের প্রভাবে রাজধানীর শ্যামলীতে হেলে পড়েছে আশা টাওয়ারসহ ৩ ভবন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রণকক্ষের পরিদর্শক শাহজাদী সুলতানা।
অন্য দুটি ভবন হলো- এরশাদ নগরের একটি ৬তলা ভবন ও নবাবপুরের আরেকটি বহুতল ভবন।
আশা টাওয়ারে অন্যতম বড় এনজিও আশার প্রধান কার্যালয়, আশা ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যাম্পাস, সাউথইস্ট ব্যাংকের শাখাসহ বেশ কিছু অফিস রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টার দিকে সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৭৪৫ কিলোমিটার দূরে নেপালের পোখারায়।
বেশ কয়েক সেকেন্ড ধরে স্থায়ী ভূমিকম্পের সময় আতঙ্কে লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। সারাদেশ থেকেই বেশ ক্ষয়ক্ষতির খবর আসছে।