বিশ্বে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ উজ্জ্বল ও দৃষ্টান্তমূলক মডেল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, ক্ষমতায়নসহ বিভিন্ন দিক দিয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশে অবস অ্যান্ড গাইনি বিশেষজ্ঞরা মাতৃমৃত্যু হ্রাসসহ দেশের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
রোববার বিএসএমএমইউ’র মিল্টন হলে অবস অ্যান্ড গাইনি বিশেষজ্ঞদের অংশগ্রহণে ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন অবস্ট্রেটিক প্রাকটিস অ্যান্ড সেলিব্রেশন অফ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে’ শীর্ষক সিএমই প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিপ্রেজেনটেটিভ কমিটি (আরসিওজি)-এর উদ্যোগে আয়োজিত গুরুত্বপূর্ণ এই সিএমই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জাতীয় অধ্যাপক সাহলা খাতুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিপ্রেজেনটেটিভ কমিটি (আরসিওজি)-এর চেয়ারম্যান অধ্যাপক সৈয়দা নূরজাহান ভূঁইয়া। অনুষ্ঠানে ডা. শরীফ আব্দুল ফাত্তাহ ছাড়াও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডা. ফওজিয়া হোসেন।