জোবায়ের আহম্মেদ অভি: শনিবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। এতে রাস্তাঘাটসহ অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। আর এই অবস্থার মধ্যে সেখানে আটকা পরেছে বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীরা।
গত ২০ এপ্রিল শুটিং এর উদ্দেশ্যে নেপালে পৌঁছান বাংলাদেশি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, রুনা খান, কল্যাণ, রাখিসহ ৬ জনের একটি দল। বর্তমানে তারা নেপালের নগরকোটে অবস্থান করছেন। তবে তারা সকলেই শারীরিক ভাবে সুস্থ আছেন বলে জানা গিয়েছে। কিন্তু ভূমিকম্প আতঙ্কে রয়েছেন তারা। অভিনেতা কন্যাণ তার ফেসবুক অ্যাকাউন্টে কিছু ছবি দিয়ে সবার কাছে দোয়া প্রার্থণা করেন। শুটিং শেষ করে শিগগিরই তারা দেশে ফিরবেন বলে জানা যায়।
উল্লেখ্য, শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৫৫ মিনিটে নেপালের পোখরাতে ভূকম্পন অনুভূত হয়। প্রাথমিক খবরে রিখটার স্কেলে এর মাত্র ৭ দশমিক ৭ উল্লেখ করা হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংক্ষেপে ইউএসজিএস জানায়, পোখরায় ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৯।