প্রি-বুকিংয়ের জন্য উন্মুক্ত হচ্ছে হ্যালিও এস২৫

1488793240এডিসন গ্রুপ এর হ্যালিও সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে গ্রুপটি এবার দেশের বাজারে উন্মুক্ত করতে যাচ্ছে ডুয়েল ব্যাক ক্যামেরার হ্যালিও এস২৫ নামে নতুন একটি স্মার্টফোন।

হ্যালিও এস২৫ ৭ মার্চ থেকে প্রি-বুকিং এর জন্য উন্মুক্ত করা হচ্ছে। প্রি-বুকিং গিফট হিসেবে পাওয়া যাবে ফাস্ট ট্র্যাক এর একটি অরিজিনাল সুদৃশ্য ঘড়ি । প্রি-বুকিং এর জন্য www.helio-bd.com এই লিংক এ ক্লিক করতে হবে অথবা পিকাবু (www.pickaboo.com) থেকেও প্রি-বুকিং করা যাবে। স্বল্প সংখ্যক হ্যালিও এস২৫ স্মার্টফোন এর জন্যই এই অফারটি প্রযোজ্য।

১৩ এবং ৫ মেগাপিক্সেল এর ডুয়েল ব্যাক ক্যামেরা সম্বলিত হ্যালিও এস ২৫ স্মার্টফোনটিতে সেলফি তোলার জন্যও থাকছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরাতে কিছু স্পেশাল ফিচার এর মধ্যে থাকছে ব্রোকেন মুড, যার মাধ্যমে প্রফেশনালি ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করা যাবে।

৫.৫ ইঞ্চি বড় এবং কালারফুল ইনসেল ফুল এইচডি ২.৫ডি গ্লাস এর ডিসপ্লে এর সাথে গ্লাস প্রটেকশনের জন্য ব্যাবহার হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। প্রি-বুকিং করার পর গ্রাহককে ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত আউটলেট এ গিয়ে ৩ হাজার টাকা জমা দিয়ে প্রি-বুকিং কনফার্ম করতে হবে।

স্মার্টফোনটি বাজারে আসা মাত্র গ্রাহক যেই আউটলেটে প্রি-বুকিং কনফার্ম করেছেন সেখান থেকেই বাকী ১৮ হাজার ৯৯০ টাকা দিয়ে হ্যান্ডসেটটি সংগ্রহ করে নিতে পারবেন। হ্যান্ডসেটটির দাম রাখা হচ্ছে ২১ হাজার ৯৯০ টাকা মাত্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.