জোবায়ের আহম্মেদ অভি: নেপালে শনিবারের শক্তিশালী ভূমিকম্পের কারণে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্টে বরফধসের সৃষ্টি হয়েছে।
নেপাল-তিব্বত সীমান্তে এভারেস্ট পর্বতশৃঙ্গের নিকটবর্তী পুমরি পর্বতশৃঙ্গ থেকে বিশালাকারে এই বরফধস শুরু হয়েছে বলে জানিয়েছেন নিজেকে পর্বতারোহী দাবি করা এক ব্যক্তি অ্যালেক্স গ্যাভান।
ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে প্রকাশিত এক টুইট বার্তায় তিনি দাবি করেন, নিজের জীবন বাঁচানোর জন্য তিনিসহ ‘অনেক অনেক মানুষ সে সময় পাহাড়ের ওপরে নিজেদের তাঁবু থেকে বেরিয়ে আসেন।
অ্যালেক্স গ্যাভানের এই বক্তব্যের সত্যতা তাৎক্ষণিক যাচাই করা সম্ভব হয়নি।
বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে- নেপালের এভারেস্টে বৃহত্তম অভিযাত্রী দলের কাছ থেকে তথ্য পেয়ে পর্বতশৃঙ্গটিতে বরফধসের সত্যতা যাচাই করতে ভারতীয় সেনাবাহিনীর ৩৪ সদস্যের একটি দল এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
বরফ ধসের কারণে বেজ ক্যাম্পের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে এবং অভিযাত্রীদের বর্তমান অবস্থা এখনো জানা যায়নি।