চ্যানেল আইতে ৮ মার্চ বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে লাক্স মাঝ দুপুরে মুক্তিযুদ্ধের টেলিছবি ‘শেষ যুদ্ধ’।
টেলিছবিটি রচনায় সুমন আনোয়ার ও পরিচালনা করেছেন চন্দন চৌধুরী।
মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতি, ঐ সময়ে সাধারণ বাংলাদেশিদের যুদ্ধ কৌশল আর নারীদের ভূমিকা কেমন ছিল, এসব গল্পে ‘শেষ যুদ্ধ’ টেলিছবির কাহিনী নির্মাণ করা হয়েছে।
বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন কাজী উজ্জল, চৈতী, জামাল প্রমুখ।