‘হারিয়ে যাওয়া প্রিয়জনের জন্য অপেক্ষা করতে করতে বয়স বেড়ে যায়, লোকটি তবু সাগর সৈকতে অপেক্ষা করে আর বাঁশি বাজায়’— কথাগুলো বলছিলেন রিয়াজ। জনপ্রিয় এই অভিনেতা এখন কক্সবাজারে নাটকের শুটিং করছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে রিয়াজ বলেন, ‘নতুন নাটকের শুটিং করছি। চরিত্রটি একটু আলাদা। গেটআপে ভিন্নতা আনা হয়েছে। আমি উপভোগ করছি।’
জানা যায়, ছয় পর্বের ধারাবাহিক ‘মায়া’তে রিয়াজের সঙ্গে জুটি বেঁধেছেন প্রভা। সঙ্গে আছেন ইমতু রাতিস, মীরাক্কেলের জামিল হোসেন, রানী আহাদ প্রমুখ। এটি নির্মাণ করছেন মিনহাজ অভি।
এদিকে রিয়াজ ও নওশাবা অভিনীত ‘বিখ্যাত বাবু’ শিরোনামের নাটকটি ১০ মার্চ রাত ৯টায় প্রচার হবে এটিএন বাংলায়। পরিচালনা করেছেন বাশার জর্জ।
রিয়াজ এই নাটকটি নিয়ে বলেন, ‘এটি একটি সামাজিক সচেতনতামূলক নাটক। কাজটি করে আমার বেশ ভালো লেগেছিলো। দর্শকও উপভোগ করবেন।’