মাহীর ওপর দুর্বৃত্ত​দের হামলা

8f4cfb6c6c36f2d0ab471f28609bb2f0-Mahiজোবায়ের আহম্মেদ অভি: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহী বি চৌধুরীর গাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এতে গাড়িতে থাকা মাহী, তাঁর স্ত্রী আশফাহ হক লোপা ও গাড়ির চালক আহত হন। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের সামনে গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে হামলার এ ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহিদা প্রথম আলোকে জানান, গাড়িতে মাহী, তাঁর স্ত্রী, তাঁর ছোট ভাই, গাড়ির চালক ও আরও একজন ছিলেন। এ বিষয়ে মাহী থানায় একটি অভিযোগ করেছেন। তা তদন্ত করে দেখা হচ্ছে।

মাহীর মিডিয়া সেলের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বলেন, একটি চ্যানেলে টক শো’তে অংশ নেওয়ার পর বাড়ি ফিরছিলেন মাহী। পথে সিগনালে একটি ট্রাকের পেছনে তাঁর গাড়ি থামে। এ সময় ৮-১০ জনের একটি দল এসে আচমকা তাঁর গাড়িতে হামলা চালায়। এতে মাহীর চোখে ও হাতে এবং তাঁর স্ত্রীর হাতে আঘাত লাগে। চালকের কাঁধেও আঘাত করে দুর্বৃত্তরা। ঘটনার পর পরই তাঁদের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকি​ৎ​সা শেষে তাঁরা বাড়ি ফিরে গিয়েছেন।

হাসপাতালে কয়েকটি গণমাধ্যমকে মাহী বলেন, এ হামলা কে চালিয়েছে তা সময়ই বলে দেবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.