সিটি আইটি মেলা শুরু ৩০ মার্চ

CT-IT20170309211726রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে ৩০ মার্চ থেকে শুরু হচ্ছে সিটি আইটি-২০১৭ মেলা। ‘কম্পিউটার পণ্য সবার জন্য’ স্লোগানকে সামনে রেখে এ মেলা চলবে ৭ এপ্রিল পর্যন্ত।

মেলায় থাকছে প্রতিটি প্রযুক্তি পণ্যের ওপর মূল্যছাড় ও উপহার। এছাড়াও থাকবে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল আলোকচিত্র, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

প্রবেশ টিকিটের দাম ২০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। দর্শনার্থীদের জন্য প্রতিদিনই থাকছে র‌্যাফেল ড্র। পুরস্কার হিসেবে থাকছে ল্যাপটপসহ ১০টি উপহার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.