ছাত্রলীগ নেতাদের বিমানে ওঠার সমলোচনায় ওবায়দুল কাদের

obaydul-kader1-md20170310132355ছাত্রলীগ নেতাদের বিমানে ওঠার সমলোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন আমরা মফস্বলের অনুষ্ঠানে যেতাম বাসে-ট্রেনে করে। কিন্তু আজ সেদিন হারিয়ে গেছে। ছাত্রনেতারা এখন মফস্বলে যেতে বিমানের টিকিট চায়।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাস্টার’দা সূর্যসেন হলের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

মন্ত্রী বলেন, বিমানে যাওয়ার কথা আমরা কখনো স্বপ্নেও ভাবিনি। ছাত্রনেতাদের মূল্যবোধ জাগ্রত রাখতে হবে।

এসময় নির্বাচনকালীন সময়ে কালো টাকা বন্ধ করতে পারাটাকে কমিশনের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে কমিশনের বেধে দেয়া টাকার চেয়ে বেশি খরচ করা কিভাবে বন্ধ করবে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুম মুনির ও আরো অনেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.