কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে দুইজন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। শনিবার ভোরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে চৌড়হাস পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার।