আবারও অস্ট্রেলিয়া চলে গেলেন শাবনূর

sabnor20170311012533১১ মাস পর গত ফেব্রুয়ারির ১১ তারিখ ঢাকায় এসেছিলেন অভিনেত্রী শাবনূর। মাস না পুরতেই আবারও অস্ট্রেলিয়া চলে গেলেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর বাবা শাহজাহান চৌধুরী জানান, বৃহস্পতিবার (৯ মার্চ) জরুরি প্রয়োজনে শাবনূর অস্ট্রেলিয়া উড়াল দিয়েছেন।

তিনি বলেন, শাবনূর যখন ঢাকায় এসেছিল, তখন বলেছিল এবার কয়েক মাস ঢাকায় থাকবে। কিন্তু অস্ট্রেলিয়ায় হঠাৎ করে জরুরি কিছু কাজ পড়ে যাওয়ায় তাড়াতাড়ি চলে যেতে হয়েছে তাকে।

জানা গেছে, শাবনূরের একমাত্র সন্তান আইজানের শরীরটা ভালো যাচ্ছিল না। তার চিকিৎসা এবং ব্যক্তিগত কিছু কাজে এ যাত্রায় ঢাকা ছেড়েছেন একসময়ের লাস্যময়ী শাবনূর।

প্রসঙ্গত, এক দশক আগের ছিপছিপে গড়নের শাবনূর আর আগের মতো নেই। তিনি ২০১১ সালের ডিসেম্বরে যশোরের ছেলে অনিককে বিয়ে করে প্রবাসী হয়েছেন, সংসারী হয়েছেন। চলচ্চিত্রের সঙ্গে তার আগের মতো আর সখ্যতা নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.