গাজীপুর নগরীতে বাসের ধাক্কায় ঢাকনা সরে যাওয়ায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক কিশোরী ড্রেনের ভেতর পড়ে মারা গেছে।
শনিবার সকালে সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ১৪/১৫ বছর বয়সী মেয়েটির পরিচয়র জানা যায়নি। তার পরনে কালো বোরকা ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানার এসআই জাকির হোসেন জানান, সকাল সোয়া ৯টার দিকে ওই কিশোরী বাইপাস মোড়ে একটি ড্রেনের মুখে থাকা ঢাকনার উপর দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল।
“এ সময় ঢাকাগামী বলাকা সার্ভিসের একটি বাসের ধাক্কায় ঢাকনাটি ড্রেনের মুখ থেকে সরে গেলে মেয়েটি ভেতর পড়ে যায় এবং মহাসড়কের নীচ দিয়ে পানির স্রোতে প্রায় একশ ফুট দূরে গিয়ে আটকে যায়।”
এসআই জাকির বলেন, পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয়ভূষণ দাস বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।