প্রাক-নিবন্ধিত হজযাত্রীরা চাইলে এজেন্সি পরিবর্তন করতে পারবেন

hajj20170223231324চলতি বছর হজ পালনের জন্য যেসব হজযাত্রী প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন, তারা চাইলে হজ এজেন্সি পরিবর্তন করতে পারবেন। এ ছাড়া প্রাক-নিবন্ধন বাতিল করে সরকারি ব্যবস্থাপনায় পুণরায় প্রাক-নিবন্ধন করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট হজযাত্রীকে প্রাক-নিবন্ধন বাতিল বা স্থানান্তরের কারণ উল্লেখ করে আগামী ১৪ মার্চের মধ্যে আশকোনা হজ অফিসের পরিচালকের কাছে আবেদন করতে হবে। গত বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ-১) মো. আবুল হাসান স্বাক্ষরিত ওই আদেশে আরও জানানো হয়েছে, হজযাত্রী ও সংশ্লিষ্ট এজেন্সির মালিক বা প্রতিনিধির উপস্থিতিতে হজ অফিসের পরিচালক শুনানির আয়োজন করবেন এবং এজেন্সি পরিবর্তনের সুপারিশসহ তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করবেন অনুমোদনের জন্য।

এদিকে মো. আবুল হাসান স্বাক্ষরিত অপর একটি চিঠিতে বলা হয়েছে, ২০১৬ হজ মৌসুমে হজ ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল; কিন্তু বিভিন্ন কারণে ২০১৭ সালের হজ ব্যবস্থাপনা কার্যক্রমে অংশগ্রহণের জন্য পরিচালক (হজ) অফিসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি, এমন ১৬টি হজ এজেন্সির ৫৯৯ হজযাত্রীকে ২০১৭ সালে হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় অথবা অন্য হজ এজেন্সিতে স্থানান্তরের জন্য আবেদন করতে হবে। এসব হজযাত্রীর মধ্যে যারা ২০১৭ সালে হজ পালন করতে অনিচ্ছুক তারা চাইলে প্রাক-নিবন্ধন বাতিল করতে পারবেন। আবেদনকারী হজযাত্রীদের তালিকা সুপারিশসহ পরিচালক (হজ) অফিস থেকে মন্ত্রণালয়ে পাঠানোর পরই সুপারিশ মোতাবেক অনুমোদন দেওয়া হবে এবং এসব হজযাত্রীকে অন্যত্র স্থানান্তরের জন্য ১২ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট ১৬টি হজ এজেন্সির ইউজার আইডি অ্যাকটিভ করে দেওয়া হবে।

যেসব হজযাত্রীকে এজেন্সি পরিবর্তনের জন্য বলা হয়েছে, তাদের মধ্যে আর আর ট্রাভেলস লিমিটেডের ৯ জন, সাইম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইন্টারন্যাশনালের ৯৮ জন, ইউসুফ এয়ার ইন্টারন্যাশনালের ১০১ জন, পদ্মা ওভারসিজ লিমিটেডের ৫ জন, কন্টিনেন্টাল এয়ার ইন্টারন্যাশনালের ১১ জন, ইমন ট্রাভেল অ্যান্ড ট্যুরসের ২ জন, ইমাম ট্রাভেলসের ৭ জন, হায়াত ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ৬০ জন, নজরুল এয়ার ইন্টারন্যাশনালের ৬০ জন, দ্য ম্যাক্সিম ট্রাভেলস এজেন্সি অ্যান্ড ট্যুরসের ৪৮ জন, খান ট্রাভেলস সার্ভিসের ১০৫ জন, কেজি প্রগতি এয়ার সার্ভিসের ৭ জন, শুভ ইন্টারন্যাশনালের ৬ জন এবং মাওনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ৯৫ হজযাত্রী রয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.