মাদক ও মানবপাচার বন্ধে ভিয়েতনামের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ পুলিশ। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ভিয়েতনামের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মূলত এই দুই বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল হক সাংবাদিকদের একথা জানান।
তিনি জানান, তাদের সঙ্গে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। তারা সম্মত হলে মঙ্গলবার কয়েকটি ইস্যুতে তাদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হতে পারে।
ভিয়েতনাম ছাড়াও সোমবার সকালে ব্রুনাইয়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ পুলিশ। এসময় ব্রুনাই পুলিশ সে দেশে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের প্রশংসা করেন এবং তাদের সব ধরনের নিরাপত্তা দেয়ার কথা বলেছেন।
আইজিপি বলেন, সকাল থেকে কনফারেন্সে ইন্টেলিজেন্স, সিকিউরিটি ডায়নামিক্স চ্যালেঞ্জেস, ডিজিটাল কো-অপারেশন, ডি ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা হয়েছে। এসময় জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ সব ধরনের সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে চীন ও সাউথ কোরিয়া।
বিকেলে আইজিপির সঙ্গে ইন্টারপোলের বৈঠক রয়েছে। এ বিষয়ে আইজিপি বলেন, ইন্টারপোলের সঙ্গে বৈঠকে তাদেরকে সাউথ এশিয়াতে একটি অফিস করার প্রস্তাব দেয়া হবে।
বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোলের যৌথ আয়োজনে এ সম্মেলন চলবে ১৪ মার্চ পর্যন্ত।
কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালোয়শিয়া, মায়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের কর্মকর্তারা।