জোবায়ের আহম্মেদ অভি: ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ, নেপাল ও ভারতের পাশে দাঁড়িয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় সহযোগিতা সংস্থা (আসিয়ান)। দশটি সদস্য দেশের সমন্বয়ে গঠিত এই সংস্থা জানিয়েছে, শনিবারের (২৫ এপ্রিল) প্রলয়ংকরী ভূমিকম্পে বিপর্যস্ত দেশগুলোর উদ্দেশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তারা প্রস্তুত।
সোমবার (২৭ এপ্রিল) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তিন দিনব্যাপী আসিয়ান শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে এক বিবৃতিতে আসিয়ান রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা, আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা নেপালসহ এর প্রতিবেশী ভারত ও বাংলাদেশে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে যে বিপর্যয় ঘটে গেছে তাতে হতভম্ব এবং শোকাহত।’
আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে বলেন, ‘আমরা নেপাল, ভারত ও বাংলাদেশের সরকার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই। সমবেদনা জানাই যে পরিবারগুলো এতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ভূমিকম্পে কাঠমাণ্ডু ও এর আশপাশের এলাকায় জীবন ও সম্পদের যে ক্ষতি হয়েছে এবং যেভাবে ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়েছে তাতে আমরা স্তম্ভিত।’
তারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশের জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিবৃতিতে বলেন, ‘আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা এই ক্রান্তিকালে ক্ষতিগ্রস্ত দেশ ও তার জনগণের প্রতি সংহতি জানাচ্ছে। আন্তর্জাতিক সহায়তায় আমরাও অংশ নিয়ে নেপাল, ভারত ও বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে দাঁড়াতে প্রস্তুত আছি।’
শনিবারের ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমালয়কন্যা নেপাল। দুর্গত নেপালকে সহযোগিতা করতে ইতোমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়।