দুনিয়াজুড়ে টেইলর সুইফটের ভক্ত ও অনুরাগীর অভাব নেই। তার গানের জাদুতে মাতোয়ারা সকলেই। আর তাই তার একজন উন্মাদ ভক্ত থাকবেন, এই তো স্বাভাবিক! এমনই এক ভক্ত সেদিন ধরা পড়লেন পুলিশের হাতে। তার অপরাধ, টেইলর সুইফটের বাড়ির আশেপাশে ঘুরঘুর করছিলেন তিনি।
গায়িকার সেই ভক্তের নাম মোহাম্মদ জাফর। সুইফটের নিউ ইয়র্কের ২০ মিলিয়ন ডলার দামের পেন্টহাউজের বাইরে গত দুইমাসে ৫ বার দেখা দিয়েছেন সেই ব্যক্তি। পপ গায়িকার সঙ্গে দেখা করাই ছিল তার উদ্দেশ্য। সে কারণে টেইলরের বাড়ির পাশের সরু গলির ভেতর তিনি লুকিয়ে থাকতেন।
একবার নাকি ২৯ বছর বয়সী সেই ভক্ত গায়িকার বাড়ির সদর দরজার কলিং বেল বাজিয়েছেন এক ঘণ্টা যাবৎ। শুধু তাই নয়, টেইলর সুইফটের ম্যানেজারকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন মোহাম্মদ জাফর। একবার নাকি বাড়ির ছাদে ঝুলেও থাকতে দেখা গেছে সেই ব্যক্তিকে।
তবে এবার টেইলর সুইফট স্বস্তির নিঃশ্বাস নিতেই পারেন। কারণ অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সেই ব্যক্তি। গত ৬ মার্চ গায়িকার বাড়িতে বিনা অনুমতিতে অনুপ্রবেশ ও চুরির দায়ে গ্রেপ্তার করা হয়েছে সুইফটের সেই বদ্ধ উন্মাদ ভক্তকে!