সীতাকুণ্ডের এক শিপইয়ার্ডে ২০১৪ সালের জুনে শুটিং হয়েছিল মার্ভেলের সুপারহিরো ফ্যাঞ্চাইজি ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এর দ্বিতীয় কিস্তি ‘অ্যভেঞ্জার্স: এইজ অব আল্ট্রন’ এর বেশ কিছু দৃশ্যের। এর আগে ১৯৫৬ সালের ছবি ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ’-এর শুটিং হয়েছিল বাংলাদেশের লাউয়াছড়া উদ্যানে। এগুলো পুরান খবর হলেও নতুন খবর হচ্ছে সম্প্রতি ‘পাস্টেন স্টোরি’ নামের একটি ছবির শুটিং হয়েছে নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনে।
জানা গেছে, ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় বিনীতা নামের এক নারী চৌমুহনী স্টেশনের মালবাহী ট্রেনে করে দেশ ছাড়েন। অনেক প্রতিকূলতা পেরিয়ে তিনি লন্ডনে পৌঁছান। পরবর্তীতে তিনি ওখানকার একজন ভালো চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা পান। মূলত তার জীবনকাহিনি নিয়েই নির্মিত হচ্ছে ছবিটি।