ইরাকে কালো তালিকাভুক্ত কোম্পানিতে কর্মী নিয়োগের প্রচেষ্টার দায়ে এক রিক্রুটিং এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার (১৩ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মনিটরিং ও এনফোর্সমেন্ট) ও ভিজিলেন্স টাস্কফোর্সের (ভিটিএফ) সভাপতি মো. শাহনেওয়াজ চৌধুরীর নেতৃত্বে ভিজিলেন্স টাস্কফোর্স অবৈধ অভিবাসন রোধকল্পে একটি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ইরাকের কালো তালিকাভুক্ত কোম্পানিতে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া ধরা পড়লে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩- এর ৩৫ ধারা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. রাবেয়া বসরী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বসুন্ধরা আবাসিক এলাকার অবস্থিত ‘টেকনো ফকি (বাংলাদেশ) ওভারসীজ’ নামক রিক্রুটিং এজেন্সিটি অন্যান্য ত্রুটি-বিচ্যুতিও ধরা পড়েছে বলেও জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।