বিশ্বসেরা পরিচালক জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভাটার’ সিরিজের দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৭ সালের ক্রিসমাসে। কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি ছবির শুটিং। তাই এই বছর মুক্তি পাচ্ছে না বহুল কাঙ্খিত ছবি ‘অ্যাভাটার-২’। তবে বক্স অফিসের সর্বকালের সর্বাধিক আয়ের সিনেমা ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল ‘অ্যাভাটার টু’ ২০১৮ সালেও মুক্তি পাচ্ছে না বলে জানিয়েছেন এর নির্মাতা জেমস ক্যামেরন।
গণমাধ্যমে এ ব্যাপারে ক্যামেরন বলেছেন তিনি একযোগে ‘অ্যাভাটার’ সিরিজের চারটি সিনেমা নিয়ে কাজ করছেন। আর তাই ‘অ্যাভাটার ২’ মুক্তি দিতে দেরি হবে। তিনি বলেন, ‘২০১৮-তেও ছবিটি মুক্তি দেয়া হচ্ছে না। আমরা এখনও সিনেমাটির মুক্তির দিনক্ষণ ঘোষণা করিনি।’
অস্কারজয়ী এই নির্মাতা আরও বলেন, ‘সিনেমাগুলো মুক্তি পাবে একই ধারায়। আমরা শুধু ‘অ্যাভাটার ২’ তৈরি করছি না, আমরা এর তৃতীয়, চতুর্থ এমনকি পঞ্চম পর্বও একইসঙ্গে তৈরি করছি।’ ক্যামেরন আরও বলেন, ‘অ্যাভাটার’ তৈরিতে সাড়ে চার বছর লেগেছিল। আর এখন আমরা তৈরি করছি আরও চারটি সিনেমা। আমাদের হাত একদম খালি নেই।’
২০০৯ সালে মুক্তি পেয়েই বক্স অফিসে ইতিহাস গড়ে কল্পবিজ্ঞান সিনেমা ‘অ্যাভাটার’। বিশ্বব্যাপী ২৮০ কোটি ডলার ব্যবসা করে সিনেমাটি, যে রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। এর আগেও ‘অ্যাভাটার ২’ এর মুক্তির দিনক্ষণ পিছিয়েছে তিনবার। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ফক্স স্টুডিওস অবশ্য এখন এব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
‘অ্যাভাটার’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায় ২০০৯ সালের ১৮ ডিসেম্বর। ব্যাপক সাফল্য পাওয়ার পর ঘোষণা দেয়া হয়, ছবির সিক্যুয়েল আসতে যাচ্ছে। কিন্তু অসংখ্য ঘোষণার পরেও ছবির শুটিং-ই শুরু হয়নি। তবে কয়েকমাস আগে নির্মাতা জেমস ক্যামেরন জানিয়েছিলেন, এই বছর আগস্টে ছবির শুটিং শুরু হতে যাচ্ছে।