এনএইচটিটিআই এর সাথে নভোএয়ার এর চুক্তি

514397নভোএয়ার এর দক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণের জন্য ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সষ্টিটিউট-এনএইচটিটিআই এর সাথে চুক্তি করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। মঙ্গলবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সষ্টিটিউট এর সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সষ্টিটিউট এর অধ্যক্ষ জনাব পারভেজ আহমেদ চৌধুরী এবং নভোএয়ার এর মার্কেটিং এন্ড সেলস ম্যানেজার জনাব এ কে এম মাহফুজুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সষ্টিটিউটের ট্রাভেল এন্ড ট্যুরিজম ডিপার্টমেন্টর প্রধান জনাব শাকের হোসেন, নভোএয়ার এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জনাব মাঈনুল হকসহ উভয় প্রতিষ্ঠানের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী , নিয়মিত নভোএয়ার এর কর্মকর্তাদের এভিয়েশন খাতের বিভিন্ন বিষয়ে স্বল্প মেয়াদী প্রশিক্ষণ দিবে ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সষ্টিটিউট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.