ডিজিটাল পাসপোর্ট বিড়ম্বনায় মধ্যপ্রাচ্যের প্রবাসীরা!

Digital-Passportএভিয়েশন নিউজ: আগামী বছর থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিরা পাসপোর্ট বিড়ম্বনার কারণে নতুন সংকটে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

২০১৫ সালের শুরু থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়া কোনও পাসপোর্ট গ্রহণ করা হবে না- ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন ও সংশ্লিষ্ট দেশগুলোর ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বেসরকারি বিভিন্ন সংস্থার হিসাবে, সংযুক্ত আরব আমিরাতে বৈধ ও অবৈধ মিলে প্রবাসী বাংলাদেশির সংখ্যা ১২ লাখ থেকে ১৫ লাখ। অন্যদিকে সৌদি আরবে বর্তমানে অন্তত ২২ লাখ বাংলাদেশি কর্মজীবী আছেন। জানা যায়, বিদেশে বাংলাদেশের মিশনগুলোয় যে জনবল রয়েছে, তাতে কাক্সিক্ষত সময়ের মধ্যে সবার হাতে এমআরপি তুলে দেওয়া অসম্ভব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। খোদ পাসপোর্ট অধিদপ্তরও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

আউটসোর্সিং প্রতিষ্ঠানের সহায়তায় সম্প্রতি প্রবাসীদের দ্রুত এমআরপি প্রদানের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু এখনও আউটসোর্সিংয়ের মাধ্যমে কোনও দেশের বাংলাদেশ মিশনে এমআরপি কার্যক্রম শুরু হয়নি। শুধু মালয়েশিয়ায় অবস্থানরত ৫ লাখ প্রবাসী বাংলাদেশিকে শিগগির এমআরপি প্রদানে দেশীয় প্রতিষ্ঠান ডাটাএজের সঙ্গে চুক্তি হয়েছে মাস দুয়েক আগে। কিন্তু এ পর্যন্ত সেখানে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা নিয়োগ করতে পারেনি পাসপোর্ট অধিদপ্তর। আর দুবাইয়ে এখনও আউটসোর্সিংয়ের দরদাতা চূড়ান্ত করতে পারেনি অধিদপ্তর।

মধ্যপ্রাচ্যপ্রবাসী বাংলাদেশিরা এ নিয়ে এখন উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইমিগ্রেশনের বিভিন্ন শাখায় হাতে লেখা পাসপোর্ট নিয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন প্রবাসীরা।

এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সিরাজ উদ্দীন বলেন, মালয়েশিয়ার পর দুবাইয়ে আউটসোর্সিংয়ে এমআরপি প্রদানের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এরপর সৌদি আরব ও ওমানে আউটসোর্সিংয়ের জন্য দরপত্র আহ্বান করা হবে। তিনি আরও বলেন, মালয়েশীয়-প্রবাসীদের এমআরপি প্রদানে ১৬ কর্মকর্তার নিয়োগ-প্রক্রিয়া শিগগিরই শেষ হবে। এরপর দ্রুত মধ্যপ্রাচ্যে এমআরপি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, পৃথিবীর বিভিন্ন দেশেই এখন মেশিন রিডেবল ও ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলিত। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের প থেকে জানানো হয়েছে, ২০১৫ সাল থেকে হাতে লেখা পাসপোর্ট গ্রহণযোগ্য হবে না। বিশ্বের সব রাষ্ট্রের জন্য এ আইন অত্যন্ত কঠিনভাবে কার্যকর করা হবে। এদিকে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা বাংলাদেশ কনস্যুলেট অফিসে আবেদন করেও সঠিক সময়ে এমআরপি পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন। এ ছাড়া দালাল চক্রের খপ্পরে পড়ে দূতাবাস ও কনস্যুলেট এলাকায় নানা হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ প্রবাসী বাংলাদেশিদের।

আমাদের সময়ের সৌজন্যে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.