অ্যাডেলের কনসার্টে দুর্ঘটনা

1489691712স্টেজ শো নিয়েই বছরজুড়ে ব্যস্ত থাকতে হয় পপ তারকা অ্যাডেলেকে। বিশ্বের বিভিন্ন দেশে তার এই ব্যস্ততা। সম্প্রতি সিডনির একটি কনসার্টে গান করেন তিনি। আর সেখানেই ঘটে এক দুর্ঘটনা।

স্টেজের সামনের সারিতে থাকা এক নারী হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায়, তিনি হূদরোগে আক্রান্ত হয়েছিলেন। এ সময় কনসার্ট থামিয়ে দেন অ্যাডেলে। তবে ৪৭ বছর বয়সী ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর শুরু হয় অনুষ্ঠান।

পরে এ বিষয়ে গণমাধ্যমে অ্যাডেলে বলেন, ‘দুঃখজনক একটি ঘটনা এটি। এমন ঘটনার পর আসলে স্টেজে আবারো দাঁড়িয়ে গান করাটা আমার জন্য খুব সহজ ছিল না। তবুও পেশাদারিত্বের জন্য অনুষ্ঠান নিয়মিত করতে হয়।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.