প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ ব্যাপারে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন সরকারের একজন মন্ত্রী।
মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, নেপালে ত্রাণ পাঠাতে আগ্রহী দেশগুলো চাইলে বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ছাড়াও লালমনিরহাটের অব্যবহৃত বিমানবন্দর ব্যবহার করতে পারে।
“প্রয়োজনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেজগাঁওয়ে পুরাতন (কুর্মিটোলা) বিমানবন্দরও ব্যবহার করার ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি।”
গত শনিবার নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে, বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি।
রোববারও নেপালে কযেক দফা ভূমিকম্পের পরাঘাত অনুভূত হয়েছে, যার মধ্যে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশেও।
নেপালে উদ্ধারকাজে অংশগ্রহণসহ চিকিৎসা ও মানবিক সহায়তা দিতে ত্রাণ নিয়ে রোববার কাঠমান্ডু পৌঁছেছে বাংলাদেশের ৩৪ সদস্যের একটি দল।
মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী প্রয়োজনে বাংলাদেশ থেকে নেপালে আরও ত্রাণ সহায়তা পাঠানোর কথা বলেছেন বলে জানান ওই মন্ত্রী।
“এছাড়া পর্যাপ্ত ত্রাণসহ দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি রাখতেও প্রধানমন্ত্রী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।”