ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন: আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে নিউইয়র্কে প্রচারসভা

 

ব্রুকলিনে নির্বাচনী সভায় বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
ব্রুকলিনে নির্বাচনী সভায় বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

যুক্তরাষ্ট্র অফিস: ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য স্ব স্ব এলাকার ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড অ্যাভিনিউর গ্রিনহাউজ রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক নির্বাচনী প্রচারসভায় এ আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, বর্তমান সরকার রাজধানী ঢাকাকে আধুনিক বাসযোগ্য শহর হিসাবে গড়ে তুলছে। সবগুলো ফ্লাইওভার চালু হলে যানজটের অভিশাপ থেকে মুক্ত হবে ঢাকা। তিনি বলেন, আওয়ামী লীগের মেয়র মহিউদ্দিন চৌধুরীর সময় চট্টগ্রাম সিটি ছিল পরিচ্ছন্ন নগরীর মডেল। অথচ চট্টগ্রাম আজ আর্জনার শহরে পরিণত হয়েছে। তাই চট্টগ্রাম সিটি করপোরেশনের নেতৃত্বের পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঢাকায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকন এবং চট্টগ্রামের মেয়র প্রার্থী আজম নাসিরকে নির্বাচিত করার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি লুৎফুল করিম, আবুল কাসেম, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কার্যকরী সদস্য শাহানারা রহমান, নিউইয়র্ক সিটি শাখার সভাপতি ইমদাদ চৌধুরী, সহ-সভাপতি আইয়ুব আলী, ব্রুকলিন শাখার সভাপতি নূরুল ইসলাম নজরুল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, গত তিন মানে বিএনপি-জামায়াত জোট পেট্রল বোমা মেনে প্রায় দুইশ মানুষ হত্যা করেছে। সিটি করপোরেশন নির্বাচন নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে পেট্রল বোমা সন্ত্রাসের জবাব দেবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.