জোবায়ের আহম্মেদ অভি: নগরীর দক্ষিণ হালিশহর কেজি অ্যান্ড হাই স্কুলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। হামলায় একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আজাদ তালুকদার ও ক্যামরাপারসন জহিরুল ইসলাম আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
হামলাকারীদের গলায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের ছবি সম্বলিত আইডি কার্ড ছিল বলে জানান সাংবাদিক আজাদ তালুকদার।
‘সকাল ১০টায় দক্ষিণ হালিশহর কেজিঅ্যান্ড হাই স্কুলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ছবি তুলতে গেলে তারা ক্যামরাম্যান জহিরুলের উপর হামলা চালায় এবং ক্যামরাটি ভাংচুর করে। কেন ছবি তুলেছে এ প্রশ্ন করে তারা আমার উপরও হামলা চালায়।
ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত থাকলেও সাংবাদিকদের উদ্ধারে কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ করেন আজাদ তালুকদার।
আহত সাংবাদিকরা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।