‘পৌনে ২ ঘণ্টায় পাঁচ শতাধিক কেন্দ্র দখল’

hatrahati--(2)জোবায়ের আহম্মেদ অভি: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পৌনে ২ ঘণ্টায় পাঁচশ’রও বেশি কেন্দ্র দখলের অভিযোগ করেছে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল পৌনে ১০টায় এক ব্রিফিংয়ে এ সব তথ্য জানান দলটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা বারের সভাপতি এ্যাডভোকেট মাসুদ আলম তালুকদার।

একই সঙ্গে দলটি অভিযোগ করেছে ঢাকার ২ সিটিতে প্রায় সব কেন্দ্রেই বিএনপি সমর্থিত প্রার্থীদের কোনো এজেন্টকে প্রশাসন, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। কিছু কিছু কেন্দ্রে এজেন্ট সকাল বেলা গেলেও তাদের বের করে দেওয়া হয়েছে।

মাসুদ আলম তালুকদার বলেন, ‘প্রতিটি কেন্দ্রের ভিতরে-বাহিরে নীরব সন্ত্রাস চলছে। কিছু লোক গলায় কার্ড ঝুলিয়ে কেন্দ্রের মধ্যে রহস্যজনক আচারণ করছে।’

এ সময় উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবীব, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন ও স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.