পদ্মাবতীর আকাশে যেন দুর্যোগের ঘনঘটা। বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার। ১ মাস আগে রাজস্থানে এই ছবির শুটিং করতে গিয়ে ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালি লাঞ্ছিত হয়েছিলেন। পদ্মাবতীর বাকি অংশের শুটিং করতে তাই এই নির্মাতা মহারাষ্ট্রের ঐতিহাসিক নগর কোলাপুরে ছবির সেট নির্মাণ করেছিলেন।
সম্প্রতি রাতের দিকে দুর্বৃত্তরা ৫০ হাজার বর্গফুট জুড়ে তৈরি সেই সেটে আগুন ধরিয়ে দেয়। আর এই ঘটনার দায়ভার গ্রহণ করেন রাষ্ট্রীয় করনি সেনা। গত সপ্তাহেও রাজপুতের উগ্রবাদী দল করনি সেনার কিছু কর্মী রাজস্থানের চিতরগড় দুর্গে পদ্মিনী প্রাসাদের কয়েকটি আয়না ভাংচুর করেছে। এর আগে জানুয়ারি মাসে রাজস্থানের আমের ও জাইগারহ দুর্গে পদ্মাবতী সিনেমার শুটিং চলাকালে সেখানে করনি শিব-সেনা সংগঠনের কর্মীরা হামলা করেন।
এমনকি সঞ্জয় লীলাকেও তখন শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পদ্মাবতী ছবির শুটিং শুরুর সময় থেকেই রাজপুতদের কাছে এটি বিতর্কিত হয়ে আসছে। এই ছবিতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, শহিদ কাপুর ও রণবীর সিং।
উল্লেখ্য, ২০০৮ সালে মঞ্চনাটক পদ্মাবতীর নির্দেশনা দিয়েছিলেন সঞ্জয় লীলা বানসালি।