ইয়েমেনে সৌদি হামলায় নিহত ১২

5b0e232ab59f6a120981d15f2deed0da-06জোবায়ের আহম্মেদ অভি: ইয়েমেনে আবারও বিমান হামলা চালিয়েছে সৌদি জঙ্গিবিমান। সোমবার রাজধানী সানাসহ দেশের বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সৌদি জঙ্গিবিমান সোমবার সকালে সানা’র ফাজ আত্তান, আন-নাহদিন ও আল-আরকুব এলাকায় বোমা বর্ষণ করে। ফাজ আত্তান এলাকার একটি ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে জঙ্গি বিমানের বোমাবর্ষণে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেখানে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে ইয়েমেনের বার্তা সংস্থা ইয়েমেন-প্রেস জানিয়েছে।

এ ছাড়া, ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সা’দার সাফরা এলাকায় কয়েক দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সীমান্তের ওপার থেকেও সৌদি গোলন্দাজ ইউনিট দু’টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

উল্লেখ্য, গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী। শিয়াপন্থী হুথিদের হটিয়ে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর মাদিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে এ হামলা শুরু করে রিয়াদ। হামলায় এখন পর্যন্ত অন্তত চার হাজার মানুষ হতাহত হয়েছে।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে চলা সৌদি আগ্রাসনে ইয়েমেনের অন্তত ১৫০ শিশু ও প্রায় ১০০ নারী নিহত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.