অমিতাভ বচ্চনের জলসায় এই হোলিতে কোনো অনুষ্ঠান হয়নি। এর কারণ, তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। গত শনিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐশ্বরিয়ার বাবা। এ কারণে শোকাহত গোটা বচ্চন পরিবার।
ওদিকে পুত্রবধূ ঐশ্বরিয়ার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে ব্লগ লিখেছেন অমিতাভ বচ্চন। ৭৪ বছর বয়সী সুপারস্টার লিখেছেন, ‘একজন মানুষের শেষ পরিণতি মৃত্যু। কোনো শব্দ একে সংজ্ঞায়িত করতে পারে না।’
তিনি কৃষ্ণরাজ রাইয়ের নাম উল্লেখ না করেই পোস্ট লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি আরও লিখেছেন, ‘মনের মধ্যে খেলা করছে প্রতিক্রিয়ার নানা টুকরো, হারিয়ে যাওয়া মানুষটার ছবি, আচমকা সব ছাপিয়ে উঠে আসছে যন্ত্রণা আর হারিয়ে ফেলার কষ্ট। এদের মধ্যে তিনিই সবচেয়ে সুখী, যিনি বরাবরের মত চলে গেলেন, স্বর্গে তিনি এখন বাস করছেন চিরশান্তির মধ্যে’।
ঐশ্বরিয়া বাবার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বলিউড। কৃষ্ণরাজ রাইয়ের শেষকৃত্যে বচ্চন পরিবারের সঙ্গে দেখা করতে আসেন অভিনেতা রনধীর কাপুর, কুনাল কাপুর, পরিচালক সঞ্জয় লীলা বানশালি, শাহরুখ খানসহ অনেক বলিউড তারকা।
সূত্র- ডেকান ক্রনিকলস