২২০ কার্টন বিদেশি সিগারেটসহ শাহজালাল বিমানবন্দরে যাত্রী আটক

hazrat-300x200রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অ‌ধিদফতর।

২০ মার্চ সোমবার সকাল সোয়া ৯টার দি‌কে এয়ার এ্যারাবিয়ার জি৯৫১৭ নম্বর ফ্লাইটে আসা ওই যাত্রীকে আটক করা হয়।

আটককৃত শামসুদ্দিন একটি মাস্টার কার্টনে এবং একটি বড় লাগেজে এসব সিগারেট লুকিয়ে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অ‌ধিদফতরের মহাপ‌রিচালক ড. মঈনুল খান জানান, জব্দ পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘৩০৩’ ব্র্যান্ডের জব্দকৃত সিগারেটের আনুমা‌নিক মূল্য ১৩.২ লাখ টাকা বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.