বাংলাদেশি হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত

amit-shaজোবায়ের আহম্মেদ অভি: বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন দল বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ। রোববার আসামের গুয়াহাটিতে এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

অমিত শাহ বলেন, ‘ধর্মীয় অশান্তির কারণে কিছু হিন্দু বাংলাদেশ থেকে এখানে এসেছে। আগামী বছর যদি আসমে বিজেপি ক্ষমতায় আসে তাহলে তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে।’

তিনি বলেন, ‘শুধু আসামেই নয়, বরং দেশে থাকা সমস্ত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য কাজ করবে বিজেপি।’

আসামে দু’দিনের সফরে এসে অমিত শাহ বলেন, ‘আগামী বছরের বিধানসভা নির্বাচন এই ইস্যু নিয়ে লড়াই হবে। রাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের মুক্ত করার লক্ষ্যে আসম নির্বাচনে লড়াই করা হবে।’

তিনি বলেন, ‘আসম অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য এক আশ্রয়স্থল হয়ে উঠেছে। রাজের ক্ষমতাসীন কংগ্রেস সরকার তাদের ফেরানোর জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করেনি।’

অমিত শাহ বলেন, ‘জাতীয় নাগরিকপঞ্জি নবীকরণের জন্য ফান্ড দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকার এটা বাস্তবায়িত করতে চায় না, কারণ ওদের ভোট পেয়েছে সরকার। এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না। বিজেপি অবশ্যই তাদের আসামের মাটি থেকে বের করে দেবে।’

অমিত শাহ আজ রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সরকারের বিরুদ্ধে ক্যাগ রিপোর্ট তুলে ধরে দুর্নীতির অভিযোগ করেন। রাজ্য সরকার ১২ হাজার কোটি টাকার কোনও হিসেব দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ‘দয়া করে ওই টাকার হিসাব দিন, নইলে লোকেরা আগামী নির্বাচনে এর হিসাব চাইবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.