জোবায়ের আহম্মেদ অভি: শেষের সে দিন আসন্ন? মানব সভ্যতার ইতি শুধু সময়ের অপেক্ষা! হ্যাঁ, এমনই সতর্কবার্তা শোনালেন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং। তার বক্তব্য, অবিলম্বে মহাকাশে থাকার জায়গা খুঁজে না পেলে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে।
পৃথিবী খুব শিগগিরই ধ্বংসের দিকে এগোচ্ছে বলে অনেক আগে থেকেই সতর্ক করছেন হকিং। এবারে একেবারে সময়সীমা জানিয়ে স্টিফেন হকিংয়ের দাবি, মানব সভ্যতা আর ১ হাজার বছরও টিকবে কিনা সন্দেহ আছে। ফলে মহাকাশে দ্রুত বাসস্থানের খোঁজ না পেলে চিরতরে ধ্বংস হওয়া ছাড়া কোনো পথ নেই। সিডনি অপেরা হাউসে একটি বিজ্ঞানসভার ফাঁকে স্টিফেন হকিং বলেন, ‘ভবিষ্যতে মানবসভ্যতা বাঁচাতে গেলে মহাকাশ ছাড়া গতি নেই। পৃথিবীর মেয়াদ ফুরনোর পথে।’
স্টিফেন হকিংয়ের বক্তব্যে স্বাভাবিক ভাবেই মন ভেঙে যায় বিজ্ঞানসভায় আমন্ত্রিতদের। তাই সবাইকে ভরসা জুগিয়ে বিজ্ঞানী বলেন, ‘আকাশের তারাদের দিকে তাকাও। খেয়াল রাখুন, পা যেন মাটিতে না পড়ে। মহাকাশই ভবিষ্যত!