জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট আওয়ার্ড (ডাব্লিউএসএ) পুরস্কার পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান প্রিনিয়ার ল্যাবের মুঠোফোন ‘পাবলিক টয়লেট’ অ্যাপলিকেশন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প ও বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার এইডের যৌথ সহযোগিতায় অ্যাপটি নিয়ে কাজ করছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব।
এ প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, স্মার্ট শহরের নানা কার্যক্রম ইতোমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে। বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবন বিশ্ব বাজারে ব্যাপক সফল হচ্ছে, ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড এর প্রমাণ।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন আর কোন স্বপ্ন নয়, ধ্রুব বাস্তবতা।
প্রেনিউর ল্যাবের মাধ্যমে বাংলাদেশে এ সম্মান আসায় প্রতিষ্ঠানটিকে তিনি শুভেচ্ছা জানান।
প্রিনিয়ার ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নিজামী বলেন, অ্যাপটি দ্বারা যে কেউ আসেপাশের পাবলিক টয়লেট খুঁজে নিতে পারবেন। সাথে জানতে পারবেন পরিচ্ছন্নতা অবস্থা, নারী উপযোগী কিনা, কয়টি রুম আছে, লাগেজ রাখার ব্যবস্থা আছে কিনা, খাবার পানি ব্যবস্থা, ব্যবহারের চার্জসহ প্রতিটি টয়লেটের প্রায় ১৯টি তথ্য।
সম্প্রতি আমরা কৃত্তিম বুদ্ধিমত্তা ও অতিবাস্তবতা ভিত্তিক সফটওয়ার উন্নয়নেও কাজ করছি।
তিনি জানান, ঢাকা শহরে শপিং মল, হাসপাতাল, রেল স্টেশন এবং মসজিদ, মন্দির মিলিয়ে পাবলিক টয়লেট আছে প্রায় ২০০০ টি।
প্রিনিয়ার ল্যাবের এই প্রধান নির্বাহী যিনি ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব স্টেট এর এলামনাই এবং গুগল ডেভেলপার গ্রুপ ঢাকার উপদেষ্টা।
প্রতিষ্ঠানটি ২০১৬ সালে পাবলিক টয়লেট অ্যাপ এর জন্য “ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড” লাভ করে।