সন্তানদের তলোয়ার উপহার দিবেন করণ

Trailer-launch-of-Bahubali-2-The-Conclusionবয়স সবে এক মাস। এখনও বাড়িতে আসেনি করণ জোহরের সদ্যজাত দুই যমজ সন্তান যশ ও রুহি। কিন্তু সন্তানদের জন্য স্পেশ্যাল গিফ্টের পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছেন বাবা করণ জোহর।
এই স্পেশাল উপহার হল একটি খোলা তলোয়ার!

হ্যাঁ ঠিক শুনছেন। ছেলে-মেয়েকে তলোয়ার উপহার দেওয়ার পিছনে কারণ তো নিশ্চয়ই আছে।

সদ্যই মুক্তি পেয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর ট্রেলর। আর এই ছবির হিন্দি ভার্সনের ডিসট্রিবিউশনের দায়িত্বে রয়েছে করণ জোহরের প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশন’।

সম্প্রতি এই ছবির ট্রেলার রিলিজ অনুষ্ঠানে প্রোডাকশনের তরফে একটি তলোয়ার উপহার পেয়েছেন করণ। তবে এটি যে সে তলোয়ার নয়। ‘বাহুবলী: দ্য বিগিনিংস’-এ এই তলোয়ারটি দিয়েই কাটাপ্পা বাহুবলীকে মেরেছিল। বহু চর্চিত সেই তলোয়ারটি উপহার পেয়েই করণ স্থির করে নেন যশ ও রুহি বড় হলে এটি তাদের দেবেন।

করণ জানান, এই তলোয়ারটি উপহার পেয়ে আমি খুবই গর্বিত। আমার অফিসে রাখা থাকবে এটি। আর আমার সন্তানরা বড় হলে এটা ওদের দেব।

প্রসঙ্গত, সারগোসি পদ্ধতিতে করণ দুই সন্তানের বাবা হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.