গ্রেফতার হয়েছে আরিফার সাবেক স্বামী রবিন

arifa20170324100512বেসরকারি যমুনা ব্যাংক লিমিটেডের কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা হত্যা মামলায় একমাত্র আসামি তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিনকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. শহীদুল্লাহ বলেন, রবিনকে ধরতে আমাদের চেষ্টা অব্যাহত ছিল। বারবার অবস্থান পরিবর্তন করেছেন তিনি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধনবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

গত ১৬ মার্চ রাজধানীর সেন্ট্রাল রোডে ১৩ ওয়েস্টয়েন্ড নামের একটি আবাসিক ভবনে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে নিহত হন ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা।

এ ঘটনায় তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

তারা জানান, বিয়ে বিচ্ছেদের পরও আরিফাকে তার স্বামী রাস্তাঘাটে ও মোবাইলে উত্ত্যক্ত করতেন।

হত্যাকাণ্ডের পর রবিনের বিরুদ্ধে ডিএমপির কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.