হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় বিমানবন্দর এলাকায় বাড়তি নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়ানো হয়েছে তল্লাশি। বিমানবন্দরের বাইরে তৎপর রয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৪ এর কমান্ডিং অফিসার রাশেদুল ইসলাম জানান, বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি পয়েন্টে সতর্ক নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বিমানবন্দরে নিরাপত্তা পরিস্থিতিকে কোনোভাবেই প্রভাবিত করেনি। সবকিছু স্বাভাবিক রয়েছে।
বিমানবন্দরের ভেতরের পরিস্থিতি সম্পর্কে শাহজালালের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদা সুলতানা বলেন, ‘বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা চেষ্টা করছি বিমানবন্দরের ভেতরে যাত্রী ছাড়া দশনার্থীরা যাতে কম প্রবেশ করেন। এ ক্ষেত্রে শর্ত দিয়ে তাদের বিমানবন্দরে প্রবেশ করাচ্ছি।’
এদিকে বহির্গমন গেটগুলোতে সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি বাড়ানো হয়েছে। বিমানবন্দরের সর্বশেষ অবস্থা সম্পর্কে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল বারী চৌধুরী বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে সব সংস্থা তৎপর। সতর্কতা হিসেবে বিমানবন্দর এলাকায় প্রবেশের ক্ষেত্রে তল্লাশি বাড়ানো হয়েছে। তবে কোনো প্রকার এলার্ট দেয়া হয়নি।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরের সামনের সড়কের গোলচত্বরে পুলিশ চেকপোস্টের অদূরে আত্মঘাতী বিস্ফোরণে একজন নিহত হন।