যুক্তরাষ্ট্র কর্তৃক ইলেক্ট্রনিক্স সামগ্রী পরিবহনে আরোপিত নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে এমিরেটস্ এয়ারলাইন সৌজন্যমূলক ‘ল্যাপটপ এন্ড ট্যাবলেট হ্যান্ডলিং’ সেবা চালু করেছে। এর ফলে এমিরেটস্ যাত্রীরা দুবাই থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে আরোহণের পূর্বমুহূর্ত পর্যন্ত তাদের ল্যাপটপ ও ট্যাবলেট ব্যবহার করতে পারবেন। ২৫ মার্চ হতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিরতিহীন ফ্লাইটে যুক্তরাষ্ট্রগমনকারী যাত্রীরা মোবাইল বা স্মার্টফোনের চাইতে বড় কোন ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে ভ্রমণ করতে পারবে না। তবে মেডিকেল ডিভাইস এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। উল্লিখিত নিষিদ্ধ ইলেক্ট্রনিক ডিভাইসগুলো চেকড-ইন লাগেজে পরিবহন করা যাবে। ভায়া দুবাই যুক্তরাষ্ট্রগমনকারী যাত্রীরা ল্যাপটপ এবং ট্যাবলেট তাদের ভ্রমণের প্রথমাংশে এবং দুবাইয়ে ট্রানজিটকালীন ব্যবহার করতে পারবেন। যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে আরোহণের পূর্বে তাদের সব নিষিদ্ধ সামগ্রী গেটের নিরাপত্তা কর্মীর কাছে ডিক্লেয়ার করতে হবে। এমিরেটস্ কর্মীরা এস্ব সামগ্রী যত্নসহকারে বাক্সে প্যাক করে উড়োজাহাজে পরিবহন করবেন এবং যুক্তরাষ্ট্রের গন্তব্যে পৌঁছার পর যাত্রীদের কাছে হস্তান্তর করবেন।
আরও খবর