কোরবানি সময় চান হাজারীবাগের ট্যানারি মালিকরা

Tanary20170328181111রাজধানীর হাজারীবাগে থাকা ট্যানারির মালিকরা তাদের কারখানাগুলোর কার্যক্রম আগামী ঈদুল আযহা পর্যন্ত চালাতে আদালতে আবেদন করেছেন। মঙ্গলবার আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে ট্যানারি কারখানার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী এবং তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার উপমা বিশ্বাস ও অ্যাডভোকেট স্বপ্নীল ভট্রাচার্য। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

এর আগে মঙ্গলবার সকালে আগামী ঈদুল আযহা পর্যন্ত কার্যক্রম চালাতে রাজধানীর হাজারীবাগে থাকা ট্যানারি কারখানাগুলোর মালিকরা সময় আবেদন করেন। রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোটে ফিদা এম কামাল ও রেজোয়ানা হাসান চৌধুরী।

গত ১২ মার্চ হাজারীবাগে থাকা ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর আগে ৬ মার্চ রাজধানীর হাজারীবাগের সব ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানি বিচ্ছিন্ন করাসহ সকল সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়ার নির্দেশ দেন আদালত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.