বিমানবন্দরে সোনা ও মুদ্রাসহ আটক ৪

index ffhজোবায়ের আহম্মেদ অভি: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধা কেজি সোনা ও এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ও গত সোমবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়। তারা হলো গুলজার রহমান, ফারুক হোসেন ও হারুন-অর-রশিদ। এ ছাড়া গতকাল ২০০ পিস ওড়নাসহ জোবায়ের আক্তার নামের একজনকে আটক করা হয়।

বিমানবন্দরে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি তানজিনা আক্তার জানান, গতকাল দুপুরে মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসে গুলজার ও ফারুক। তাদের তল্লাশি করে আধা কেজি সোনা পাওয়া যায়। এ ছাড়া সকালে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসে জোবায়ের আক্তার। তাকে তল্লাশি করে ২০০ পিস ওড়না পাওয়া যায়।

অন্যদিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গত সোমবার রাতে হারুন নামের ওই ব্যক্তি কুয়ালালামপুরে যাওয়ার জন্য বিমানবন্দরে আসে। এ সময় সন্দেহভাজন হিসেবে বিমানবন্দরের ১৬ নম্বর গেট থেকে তাকে আটক করে কাস্টমস গোয়েন্দারা। পরে তল্লাশি করা হলে তার কাছ থেকে বিদেশি মুদ্রা পাওয়া যায়। এর মধ্যে ছয় লাখ ২৭ হাজার সৌদি রিয়াল ও ৯০০ মালয়েশিয়ান রিঙ্গিত রয়েছে। আটক হারুনের বাড়ি মুন্সীগঞ্জে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.