এখনই সন্তান নেওয়ার পরিকল্পনা নেই বিপাশার

4c8d2f6fe07363fe9dc3605a4574cf44২০১৫ সালে বিপাশা বসু শেষবারের মতো ‘অ্যালোন’ ছবিতে অভিনয় করেন। বিপাশার বিপরীতে অভিনয় করেছিলেন করণ সিং গ্রোভার। গতবছর করণকে জীবনসঙ্গী বেছে নিয়ে বিয়ে করেন তারা। এক বছরের দাম্পত্যে সুখেই আছেন এই তারকা জুটি। স্বভাবতই প্রশ্ন উঠেছে- কবে মা হচ্ছেন বিপাশা! এবার এই প্রশ্নের জবাব দিলেন নায়িকা।

সূত্রের খবর, বিপাশা বসু মা হওয়ার জন্য প্রস্তত হচ্ছেন, হয়তোবা তিনি অন্তঃসত্ত্বা। ওদিকে অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, পরিবার পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা করছেন বিপাশা এবং শিগগিরই সেটা বাস্তবায়িত করার ইচ্ছা রয়েছে তার। সেইজন্যেই হয়তো বিপাশা বর্তমানে শুধু বিভিন্ন ইভেন্টেই অংশ নিচ্ছেন, কোনও নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না।

তবে মা হওয়ার প্রসঙ্গে বিপাশা বলেন, তাদের এখনও কিছুটা নিজস্ব সময় প্রয়োজন। এ ব্যাপারে সব কানাঘুষা ও জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন, এখনই মা হওয়ার কোনও পরিকল্পনা তার নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ৩৮ বছর বয়সী এই বলি তারকা জানিয়েছেন, ‘গর্ভবতী হয়েছি কি না সেই খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় যারা, তাদের নিরাশ করার জন্য আমি দুঃখিত।’ গর্ভবতী হলে সে খবর তিনি আনন্দের সঙ্গে জানাবেন, জানিয়েছেন বিপাশা। তার কথায়, ‘আমাদের এখনই সন্তান নেওয়ার কোনও পরিকল্পনা নেই।’

ওদিকে সালমান খানের ‘দাবাং’ ট্যুরে অংশ নিচ্ছেন এক ঝাঁক তারকা। এই ট্যুরে আগামী মাসে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন বিপাশাও। মঞ্চে সালমানের সঙ্গে অন্যান্য তারকাদের সঙ্গে পারফর্ম করবেন তিনি। যদিও কদিন আগে তার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ উঠেছিল, তবে সেটি নিজ দায়িত্বে সমাধান করেছেন বাঙালি অভিনেত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.