গতবছর শুরু থেকে সংবাদ মাধ্যমে ছিল আরবাজ খান ও মালাইকা আরোরা খানের বিবাহ বিচ্ছেদ। ১৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন তারা। বিচ্ছেদের কারণ খুঁজতে শুরু থেকেই আঙুল ছিল মালাইকার উপর। কারণ তখন মালাইকা ও অর্জুন কাপুরকে প্রায়ই একসঙ্গে প্রকাশ্যে দেখা যেত। ধারণা ছিল, তাদের প্রেমের কারণে ভেঙেছে আরবাজের বিয়ে। কিন্তু আরবাজ নিজেই জানালেন, নতুন প্রেমে মজেছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আরবাজ পোস্ট করেছেন তার নতুন বান্ধবীর ছবি। নাম আলেজান্দ্রিয়া। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আরবাজ জানিয়েছেন যে, বর্তমানে তিনি আলেজান্দ্রিয়ার সঙ্গেই প্রেম করছেন।
অন্যদিকে, এখনও প্রায় সময় বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায় আরবাজ খান ও মালাইকা আরোরাকে। এ কারণে অনেকেই মনে করছেন তাদের ভাঙা সংসার হয়তো আবার জোড়া লাগতে শুরু করেছে। তবে এমনটি কখনও হবেন না বলেও জানিয়ে দিয়েছেন আরবাজ। কারণ তিনি এখন রোমানিয়ান সুন্দরী আলেকজান্দ্রিয়া ক্যামেলিয়ার সঙ্গে সম্পর্কে আছেন।