প্রচলিত লোকগান গেয়ে পরিচিতি পেয়েছেন কণ্ঠশিল্পী কাজী শুভ। পরে মৌলিক গানেও নিজস্বতা তৈরি করেছেন তিনি। উৎসব উপলক্ষে এক ঈদে সর্বোচ্চ গান প্রকাশ করার রেকর্ডও আছে কাজী শুভর। এরই ধারাবাহিকতায় আসছে পহেলা বৈশাখে প্রকাশ পাবে তার নতুন একক।
তিন গানের এই অ্যালবামের নাম ‘হৃদয়ে তুমি’। ফয়সাল রাব্বিকীনের কথায় লেজার ভিশনের ব্যানারে আসছে এটি। শুভর সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। তিন গানের মধ্যে একটি দ্বৈত।
শুভ বলেন, ‘অ্যালবামে একটি গান রেখেছি ফোক ধাঁচের, বাকি দুটি আধুনিক। নতুনত্ব বা ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতারা। স্টেশ শো নিয়ে ব্যস্ত থাকার কারণে অ্যালবাম প্রকাশ করতে একটু দেরি হলো।’