মালয়েশিয়ান পুলিশের এএসপিসহ এক বাংলাদেশিকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির অ্যান্টি-করাপশন কমিশন (এমএসিসি)।
এক রেস্তোরাঁর আটক শ্রমিকদের ছেড়ে দিতে ওই রেস্তোরাঁ মালিকের কাছ থেকে ঘুষ দাবির অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়। পরে ওই পুলিশ কর্মকর্তাসহ বাংলাদেশিকে রিমান্ডে নিতে নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট সায়াজারাতুদুর আবদ রহমান।
দোষী সাব্যস্ত হলে ২০ বছর পর্যন্ত জেল এবং ঘুষের পরিমাণের ৫ গুণ অর্থ অথবা ১০ হাজার রিংগিত অর্থ জরিমানা করা হতে পারে। দ্য মালয় মেইল অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বাতু কেভসের তামান প্রিমা সিয়াইয়াং থেকে তাদের গ্রেফতার করা হয়।
